Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

* দরিদ্র মার জন্য মাতৃত্ব  কাল ভাতা

   কর্মসূচী -

* ক্ষুদ্রঋণ কার্যক্রম-

* নারী ও শিশু নির্যাতনপ্রতিরোধ-

* স্বেচ্ছাসেবী  মহিলা সমিতি -

* সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডার সমতা

   মূলক কার্যক্রম -

* ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্র সীমার নীচে  বসবাসকারী মহিলাদের  খাদ্য নিরাপত্তা  সহ প্রশিক্ষণ

   প্রদান ও আয় বর্ধক  কর্মসূচীতে জড়িত করন।

* দরিদ্র মার জন্য মাতৃত্ব  কাল ভাতা কর্মসূচীর অধীনে  গ্রামের  দরিদ্র  গর্ভবতী মায়েদের  সরকার প্রদত্ত

    হারে  মাতৃত্বকাল ভাতা প্রদান ।

* ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় দুঃস্থ,অসহায় ও প্রশিক্ষিত নারীদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ  

   প্রদান।

* মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে  উপজেলা পর্যায়ে গঠিত নারী নির্যাতন

   প্রতিরোধ কমিটির মাধ্যমে স্থানীয় ভাবে নারী ও শিশু নির্যাতন মূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয়

     আইনগত পদক্ষেপ গ্রহনের ব্যবস্থা করা ।

* উন্নয়ন কর্মসূচীকে  আরো  ব্যাপৃত এবং মহিলা  জনগোষ্ঠীর মধ্যে সম্প্রসারণ  করার লক্ষে স্বেচ্ছাসেবী  

   মহিলা সংগঠন সমুহের  অনুদানের আবেদন ফরম  প্রদান করা ।

* নারী উন্নয়ন ও জেন্ডার সমতা  আনায়নে  বিভিন্ন জনসচেতনতা  মূলক  কার্যক্রম গ্রহণ যেমন- উঠান বৈঠক

   জাগরনী,পদযাত্রা, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ , জন্ম নিবন্ধন ও বিবাহ নিবন্ধন উদ্ধুদ্ধ করণ, HIV

  (এইডস্) প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি সহ নারী অধিকার রক্ষায় CEDAW সনদ বাস্তবায়ন সহ  বিভিন্ন

   দিবস পালন করা  । এছাড়া  মহিলা উন্নয়ন সম্বয় সভা সংক্রান্ত সার্বিক  কার্যক্রমি পরিচালনা  নিয়মিত

   প্রতিবেদন  প্রস্ত্তত ও বিতরণ  করা ।